- Rupankar Bagchi Maa 歌词
- Rupankar Bagchi
- তোমাকে ছাড়া থাকতে পারবো না মা
কোথায় তুমি হারিয়ে গেলে কোথায় তুমি মা। সবাই বলে লুকিয়ে আছো নীল আকাশের গায়। হাজার তারার মাঝে তুমি লুকিয়ে আছো বোধ হোয়। বলতে পারো দুঃখ কষ্ট শুনবে কে আমার। তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। মাকে আমার মনে পড়ে, যখন থাকি শোবার ঘরে, জানালা দিয়ে তাকাই দূরে নীল আকাশের মাঝে। বলতে পারো আমার ব্যাথা বুঝবে কে আবার। তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। রাতের বেলায় ঘুম পাড়ানি র গানে, ঘুমিয়ে যেতাম কোন সে মধুর টানে, আজ একা আমার দিন কেটে যায়, অশ্রু নদীর চরে। আগের মতো থাকতে যদি, শীতল হতো প্রাণটা আমার। বলতে পারো ব্যাথার সাথী কে হবে আমার তোমাকে ছাড়া থাকতে পারবো না মা।
|
|